বেনাপোলের পুটখালী সীমান্তে বিএসএফ’র এলোপাতাড়ি গুলি : ২ বাংলাদেশী গুলিবিদ্ধ

Slider

10917344_10153596404533975_287349261092385473_n

বেনাপোল(যশোর) :বেনাপোলের পুটখালী সীমান্তে আজ শনিবার ভোর রাতে ভারতীয় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী গরুর রাখাল আহত হয়েছে। আহতরা হলো পুটখালী গ্রামের আলী আহম্মদের ছেলে ফারুক হোসেন(২০) এবং কাগজ পুকুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৫)। আহত ফারুক হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাভারন ও আলমগীর হোসেন শার্শা বাজারের একটি কিনিকে চিকিৎসাধীন রয়েছে।

আহত ফারুক হোসেন জানান, রাতে পুটখালী চরের মাঠ এলাকায় গরুর খাটালে সে গরু আনতে বসেছিল। এসময় বিএসএফ বাংলাদেশ অভিমুখে এলোপাতাড়ি গুলি ছুড়লে ফারুক ও আলমগীর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার এক ঘন্টা পর তাদের সঙ্গীরা আহত ফারুক ও আলমগীরকে উদ্ধার করে নিয়ে আসে চিকিৎসার জন্য। তবে আহত ফারুকের অবস্থা আশংকা জনক।

২৩ বিজিবি’র ব্যাটালিন কমান্ডার লেঃ কর্নেল আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বিকার করে জানান, ভারতে গরু আনতে যাওয়া বাংলাদেশী ২ জন গরু রাখালকে প্রতিহত করতে বিএসএফ গুলি চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *