এ জীবন তোমায় দিলাম– কোহিনূর আক্তার

Slider সাহিত্য ও সাংস্কৃতি


এ জীবন তোমায় দিলাম,
——————- কোহিনূর আক্তার

এ জীবন তোমায় দিলাম,
সব দুখ আমি নিলাম ।
একটাই তো জীবন আমার
ছেড়া সার্টে পাগল তোমার ।
দীর্ঘ পথ আমার আজ হয়েছে চেনা
কতো কদমে কতো আনা ।
নিঃস্ব আমি ,পর আমি
অনেক ভালো থেকো তুমি ।

রাস্তার লাইটে নিজেকে দেখি
কি অপূর্ব নিখুঁত আমি ।
আমি মহানায়ক হিটলার
পার্কে আছে সিমেন্টের সিংহাসন পোতা
আশে পাশে অবস্থানরত ঝড়া পাতা বিশিষ্ট ।
কেনো ভাবছো আমি নিঃস্ব
কাঁপাতে পারি মহা বিশ্ব ।

মন ময়না রে
তোমায় ডাকি এমন করে
কেমনে থাকো আমায় ভুলে ।
যাবো চলে অনেক দুরে
সব কষ্টের ফুল যাবে মরে ।
দুঃস্বপ্নের প্রেম বুকে ধরে
বেচে আছি আমি বহুকাল ধরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *