করোনায় আক্রান্ত ছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। বৃহস্পতিবার বিকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। মৃত্যুর পর তার শরীর থেকে করোনার নমুনা নিয়ে পরীক্ষা করা হলে পজেটিভ আসে।
ড. আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান জানান, বাবা মারা যাওয়ার পর সিএমএইচ হাসপাতাল কর্তৃপক্ষ শরীর থেকে করোনা নমুনা নিয়ে যান। পরে জানানো হয় তার পজেটিভ ছিল। রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ভিসি সৈয়দ মোহাম্মদ শাহের প্রফেসর আনিসুজ্জামানের চিকিৎসার তদারকিতে ছিলেন। তিনি মানবজমিনকে বলেন কয়েক দিন আগের পরীক্ষায় নেগেটিভ ছিল।