রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রতিবন্ধীদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সদর উপজেলা আওয়ামীলীগ নেত্রী সঙ্গিতা আলম। গতকাল বুধবার সকাল থেকে সদর উপজেলার ভবানীপুর এলাকায় প্রতিবন্ধী পরিবার খোঁজে খোঁজে তাদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
নারী নেত্রী সঙ্গিতা আলম বলেন, মরণঘাতী করোনা পরিস্থিতিতে স্থানীয় সাংসদ প্রিয় নেতা মোহাম্মদ ইকবাল হোসের সবুজ এপিরর নির্দেশে নিজস্ব তহবিল থেকে দুই শতাধিক প্রতিবন্ধী হতদরিদ্র স্বল্প আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
করোনা ভাইরাসের কারনে নিন্ম আয়ের মানুষ গৃহবন্ধি। তাদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য উৎপাদন। এই সঙ্কট সমাধানে তাদের পাশে দাঁড়িয়েছি।
জানাযায় নারী নেত্রী সঙ্গিতা আলম করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের নির্দেশনা অনুযায়ী।
গণজমায়েত না করে সরকারের নির্দেশমত। সব ধরনের গণজমায়েত এড়িয়ে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব রক্ষায় করে প্রত্যেককে ঘরে থাকার আহ্বান জানিয়ে, প্রত্যেকের বাড়ী বাড়ী গিয়ে এই সহায়তা প্রদান করেন। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে, চাউল,তেল,আলু, ডাল, সরিষাতৈল,সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব সামগ্রী।