মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জে বর্তমানের মহাতঙ্ক কোভিড-১৯ এর সংক্রমণের মধ্যে, গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রশিদ সরকারের শারীরিক অসুস্থাতার খবর পেয়ে, তাকে দেখতে যান কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন। এ সময় ইউসুফকে কাছে পেয়ে আবেগাপ্লুত ও অশ্রুসিক্ত হয়ে পড়েন অসুস্থ রশিদ সরকার।
অসুস্থ অবস্থায় জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রশিদ সরকার ইউসুফকে উদ্দেশ্য করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে এলাকার সাধারণ মানুষ গুলো অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে নিজের অবস্থানে থেকে, সামর্থ্য মতো ঐ অসহায় মানুষ গুলোর জন্য কিছু করার চেষ্টা করবেন।
এ সময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন অসুস্থ রশিদ সরকার ও তার পরিবারের সকলের সাথে কথা বলেন, এবং মহান আল্লাহর দরবারে তার সুস্থতা কামনা করেন। পাশাপাশি করোনা ভাইরাসে নেতার কথা যথাযথ পালন করার চেষ্টা করবে বলে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন জানান।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক নুরজ্জামান ভুইয়া সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা।