ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত ‘জি র্যাপিড ডট ব্লট’ কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেয়ার কথা উল্লেখ করে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ ।
আজ মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রে এ চিঠি দেয় বিএসএমএমইউ। বিষয়টি নিশ্চিত করেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
তিনি জানান, বেলা দুইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়েছেন। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ চার লক্ষ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা সরকারি খরচ এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর দুইটায় চিঠি আসায় আজকে ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, আগামীকাল জমা দেবো। একই সঙ্গে, বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য দুইশত কিট চেয়েছেন সেটাও আমরা আগামীকাল এগারোটার মধ্যে আমরা পৌঁছে দিব।