কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনায় নতুন করে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা, একজন থানার ওসি, এক জন নার্সসহ মোট ১১জন করোনাভাইরাস আক্রান্তে শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্ত বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।
সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, জেলার নতুন আক্রান্তদের মধ্যে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আল ইমরান, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান , কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সসহ তিনজন স্বাস্থ্যকর্মী নিয়ে কেন্দুয়ায় ৬ জন, বারহাট্রায় ৩ জন, আটপাড়ায় ১ জন ও মদনে ১ জন রয়েছেন।