গাজীপুর: গাজীপুরে চোরাই ইজিবাইকসহ পাঁচ অজ্ঞান পার্টির সদস্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো-মো: আলী হোসেন ওরফে আনোয়ার (১৯), মো: নাঈম (১৮), মো: রনি হাসান (১৮), মো: ইসমাইল হোসেন (১৮) ও চাঁদনি আক্তার বৃষ্টি (১৮)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভুইয়া সোমবার দুপুরে জানান, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে রবিবার দুপুরে অজ্ঞান পার্টির ৫ সদস্য যাত্রীবেশে রাকিব সরকারের ব্যাটারী চালিত ইজিবাইক ভাড়ায় উঠে। তারা গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ঘুরে শহরের মারিয়ালী হয়ে রাজেন্দ্রপুর চৌরাস্তা যেতে বলে। দুপুর ২টার দিকে ইজিবাইকটি ন্যাশনাল পার্ক সংলগ্ন পবন গেইটের সামনে গেলে ওই যুবকরা ইজিবাইক চালক রাকিব সরদারকে ঘুমের ঔষুধ মিশ্রিত জুস খাইয়ে অজ্ঞান করে চালককে যাত্রী সিটে বসিয়ে রাখে এবং ইজিবাইকটি অজ্ঞান পার্টির সদস্য নাঈম চালাতে থাকে। তারা ইজিবাইকটি নিয়ে দুপুর আড়াইটার দিকে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছলে টহল পুলিশের সন্দেহ হলে ইজিবাইকসহ ৫ জনকে আটক করে।
আটককৃতরা পুলিশকে জানায়, তারা ইজি বাইকটি নিয়ে ঘুরাঘুরির এক পর্যায়ে তাদের সুবিধাজনক স্থানে চালক রাকিব সরদারকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। পুলিশ ইজিবাইক চালক রাকিব সরদারকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।