ঢাকা: বাহরাইন থেকে দেশে ফিরেছেন ৫৮ বাংলাদেশি। রোববার রাত ৮টা ১৫ মিনিটে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরে বাহরাইন ফেরত এই ৫৮ জন কর্মীর প্রত্যেককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশক্রমে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ৫০০০ টাকা করে জরুরি সহাযতা দিয়েছে।
বাহরাইন থেকে দেশে ফেরা কর্মীরা বলেন, বিভিন্ন সময় বাহরাইন গিয়ে প্রতারণার শিকার হয়ে অবৈধ হতে হয় তাদেরকে। সেদেশ দীর্ঘদিন ধরে অবৈধ থাকায় ট্রাভেল পাশ নিয়ে দেশে ফেরেন। বাহরাইন সরকার তাদের করোনা (Covid-19) পরীক্ষা করেছে। পরীক্ষার নেগেটিভ সাটিফিকেট নিয়ে দেশে ফিরেছেন তারা।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ কর্মীদের শারীরিক তাপমাত্রা পরীক্ষা করে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে।