গাজীপুরে ২৪ ঘন্টায় নতুনভাবে আরো ১০জনের করোনা শনাক্ত

Slider গ্রাম বাংলা জাতীয়

গাজীপুর: ২৪ ঘন্টায় গাজীপুরে নতুনভাবে আরো ১০ জনেরে দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৫৯ জনে। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে ৮জন সদরে ও জন কালিগঞ্জে। মোট ৪২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৯ জনের দেহে করোনা শনাক্ত হল।

আজ সকালে গাজীপুর সিভিল সার্জন অফিস তাদের ফেসবুকে দেয়া পোষ্টে এই তথ্য জানায়। গতকাল দেয়া দৈনিক রিপোর্টেও নতুনভাবে ১০ জন আক্রান্তের খবর দেয় সিভিল সার্জন অফিস। কিছু দিন অনিয়মিত আপডেট পাওয়ার পর হঠাৎ দুই দিনে ১০জন করে ২০ জন রোগী বেড়ে গেলো গাজীপুরে।

সর্বশেষ হিসেব মতে, গাজীপুর জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এই পর্যন্ত ৩৫৯জন। এর মধ্যে সদরে (সদর উপজেলা ও মহানগর) ১৩৭জন, কালিগঞ্জে ৯৩জন,কাপাসিয়ায় ৭১জন, কালিয়াকৈরে ৩৫ জন ও শ্রীপুরে ২৩জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *