বরিশাল: সিটি মেয়রের আহ্বানে সারা দিয়ে দোকানপাঠ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দোকান খোলা রাখার পূর্ব সিদ্ধান্ত থাকলেও জনস্বার্থের কথা বিবেচনা করে মেয়রের আহ্বানে দোকান বন্ধ রেখেছেন তারা।
এদিকে সপ্তাহের প্রথম ব্যাংকিং দিবসে রবিবার বরিশালের সরকারি-বেসরকারি প্রতিটি ব্যাংকে ছিলো উপচে পড়া ভীর। দিনের প্রথমভাগে রাস্তাঘাটেও ছিলো প্রচুর সংখ্যক মানুষ। তবে দুপুরের পর আস্তে আস্তে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ৯টার দিকে নগরীর প্রধান বাণিজ্য কেন্দ্র চকবাজার, লাইনরোড, কাঠপট্টি এবং পদ্মাবতি এলাকায় জড়ো হন ব্যবসায়ী সহ দোকান কর্মচারীরা। গত শনিবার গভীর রাতে সিটি মেয়রের সাথে বৈঠকে দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত ওই রাতে অনেকেই জানতে পারেননি। এ কারণে আজ সকালে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে সমিতির সিদ্ধান্ত জানতে পেরে দোকান খোলা রাখা থেকে বিরত থাকেন ব্যবসায়ীরা।
তবে নগরীর হেমায়েতউদ্দিন রোডে ২/১টি দোকান কৌশলে খোলা রাখা হলেও এ নিয়ে তারা কথা বলতে রাজী হননি।
বরিশাল চকবাজার-লাইনরোড-কাটপট্টি-পদ্মাবতী ব্যবসায়ীক কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিম জানান, ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে চায় ব্যবসার জন্য। তারা হয়তো দোকান খুলতোও। কিন্তু সিটি মেয়রের আহ্বানে সারা দিয়ে করোনা সংক্রামনের হাত থেকে নগরবাসীকে রক্ষা করতে তারা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।