কামরান হাবিব, রংপুর: লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলায় দীর্ঘ সময় ধরে সুনামের সাথে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন এসিল্যান্ড দীপক কুমার দেব শর্মা।পাটগ্রাম বাসীর প্রতি তার দরদী ভালোবাসার বহিঃপ্রকাশ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি খবর রাখছেন সকল স্তরের মানুষের। করোনার চলমান ভয়াবহ পরিস্থিতিতে তিনি সরকারি সহায়তার পাশাপাশি নিজ উদ্যোগে মানুষের কল্যাণে কর্মহীনদের
মানবিক সহায়তা কার্যক্রম চালু রেখেছেন। তিনি নিয়মিত মোবাইল কোর্ট ও দাপ্তরিক কাজ পরিচালনার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম চালু উপকৃত হচ্ছে নিম্ন আয়ের অসহায় মানুষ।তিনি সরকারি বরাদ্দের চাল, আলু সহ প্রয়োজনীয় খাদ্য বিতরনের পাশাপাশি তিনি ব্যক্তিগত উদ্যোগে ডাল, চিনি, তেল, ছোলা বুট কিনে পাওয়ার যোগ্য নিম্ন আয়ের মানুষের মাঝে জরুরি খাদ্য সামগ্রী পৌছিয়ে দিচ্ছেন। দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়া পাটগ্রাম উপজেলার সকল পেপার ব্যবসায়ীদের হাতে তিনি আজ জরুরি খাদ্য সামগ্রী বিতরন করেছেন।এছাড়াও তিনি প্রতিনিয়ত করোনায় করোনীয় বিষয় সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করছেন ।এবিষয়ে তিনি বলেন পাটগ্রামের অতিদরিদ্র মানুষের সেবায় আমার এ কার্যক্রম অব্যাহত থাকবে আমি সরকারি সহযোগিতার পাশাপাশি নিজ উদ্যোগে নিত্য প্রয়োজনীয় জরুরি খাদ্য সামগ্রী বিতরন করছি ।এছাড়াও করোনায় দীর্ঘদীন ধরে কর্মহীন হয়ে থাকা সকল পেপার ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। তিনি বলেন করোনায় সরকার ঘোষিত সিদ্ধান্ত মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান অনুরোধ রইলো । তবে পাটগ্রাম পেপার ব্যবসায়ী সমিতির সভাপতি হামিদুল ইসলাম বলেন আমরা দীর্ঘ সময় ধরে কর্মহীন হয়ে আতঙ্কে দিন যাপন করছি এমন সময় এসিল্যান্ড স্যারের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমাদের পাশে থাকার জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ।সৃষ্টি কর্তা তার মঙ্গল নিশ্চিত করুন।