বিদ্যুতের সমস্যা ডিস্ট্রিবিউশনে : জয়

অর্থ ও বাণিজ্য গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ রাজনীতি সারাদেশ

DSC02708

গ্রাম বাংলা ডেস্ক:  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমাদের চাহিদার তুলনায় বিদ্যুতের কোনো অভাব নেই। কিন্তু সমস্যা হচ্ছে বিদ্যুতের ডিস্ট্রিবিউশনে। দেশের সব জায়গায় এখনো ট্রান্সমিশন হয়নি।

শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

জয় আরো বলেন, আমরা সাবমেরিন ক্যাবলসহ বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের সাথে সংযুক্ত রয়েছি। কিন্তু এখনোও ডিস্ট্রিবিউশন সমস্যার কারণে সারা দেশে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছায়নি। তবে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ পৌঁছে দেয়া হবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব কামাল উদ্দিন, ইটুআইর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বেসিসের পরিচালক শামীম আহসান প্রমুখ।

মতবিনিময় সভায় সারা দেশ থেকে আসা ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের সেরা উদ্যোক্তা এবং ইনফো সরকার প্রকল্পসহ তথ্য ও প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রকল্পের কর্মী, উদ্যোক্তারা ছাড়াও ফ্রিল্যান্স প্রযুক্তি কর্মীরা অংশ নেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *