ডেস্ক: করোনা মহামারিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা কমপক্ষে ২,৭৮,৭৫০। অন্যদিকে আক্রান্তের মোট সংখ্যা ৪০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবেচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে এ সংখ্যা ১৩,০৭,৬৭৬। এরপরেই রয়েছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২,২২,৮৫৭। আর দ্রুত আক্রান্তের সংখ্যা দুই লাখের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ায়। মৃতের দিক দিয়েও যুক্তরাষ্ট্র শীর্ষে।
সেখানে মারা গেছেন কমপক্ষে ৭৮,৭৪৬ জন। এরপরেই রয়েছে বৃটেন। সেখানে মারা গেছেন কমপক্ষে ৩১,৬৬২ জন। ইতালিতে ৩০,৩৯৫ জন।