হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কামাতে সাধারণ ক্ষমায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ১১ আসামিকে মুক্তি দিয়েছেন কারা কর্তৃপক্ষ।
শনিবার (৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ।
মুক্তি প্রাপ্তরা হলেন, পাটগ্রমা উপজেলার আবু রাশেদ রিমন, নুর আমিন, আব্দুর রহিম, সহিদুল ইসলাম, রাজিউল হাসান রায়হান, লাবলু রহমান, হযরত আলী, শহিদুল ইসলাম, রাহাদ আলী এবং সদর উপজেলার মন্তাজ আলী ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার মমিনুল ইসলাম।
লালমনিরহাট কারাগারের জেল সুপার কিশোর কুমার নাগ জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারের নেয়া সর্বোচ্চ এক বছরের কয়েদি ও সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেয়ার প্রস্তাবনার অংশ হিসেবে লালমনিরহাটের জন্য ২০ জনের সুপারিশ করা হয়েছিল। তার মধ্যে পাটগ্রাম উপজেলার ৯ জন, সদর উপজেলার ১ জন ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার ১ জনকে সাধারণ ক্ষমা করেছে কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, বর্তমানে জেলা কারাগারের ধারণ ক্ষমতা ২০০ জনের স্থানে ৫২২ জন কারাবন্দি রয়েছেন।