হাতীবান্ধায় সেনাবাহিনীর বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

Slider জাতীয় বাংলার মুখোমুখি রংপুর


হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে সামাজিক দুরত্ব মেনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে সেনাবাহিনী ও বাংলা লিংকের সৌজন্যে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১শ গরিব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো: আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিতে শুরু থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ বিষয়টি নিশ্চিতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু থেকে চলছে ও ধারাবাহিকভাবে চলবে। খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও ছোলা বুট। এছাড়াও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমও ধারাবাহিকভাবে চলবে। এসময় বাংলালিংকের মার্কেটিং ট্রেড অফিসার মোশারফ হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *