হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের বাঘের চরে সামাজিক দুরত্ব মেনে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে সেনাবাহিনী ও বাংলা লিংকের সৌজন্যে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১শ গরিব ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে ক্যাপ্টেন মো: আমজাদ হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেন্টাইন ও মানুষের সামাজিক দুরত্ব নিশ্চিতে শুরু থেকে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
এ বিষয়টি নিশ্চিতে কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু থেকে চলছে ও ধারাবাহিকভাবে চলবে। খাদ্য সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, সাবান ও ছোলা বুট। এছাড়াও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রমও ধারাবাহিকভাবে চলবে। এসময় বাংলালিংকের মার্কেটিং ট্রেড অফিসার মোশারফ হোসেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন