করোনায় মৃত্যু ৭৬ হাজার ছাড়াল আমেরিকায় অনলাইন ডেস্ক

Slider জাতীয় সারাবিশ্ব


ঢাকা: আমেরিকায় থামছেই না প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। ‘জুন নাগাদ দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু এক লাখ স্পর্শ করবে’ বিজ্ঞানীদের এই পূর্বাভাসের দিকেই আগাচ্ছে করোনায় প্রাণহানি । একদিনে আড়াই হাজার ছুঁই ছুঁই মৃত্যুতে কোভিড-১৯ এ বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬ হাজারের বেশি!

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত (শুক্রবার সকাল ৯টা) প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৭৬ হাজার ৯২৮ জনে, যা এই ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জনে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ!

সবশেষ তথ্য, বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৭১১। আর আক্রান্ত ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *