টাঙ্গাইলের সখীপুরে ক‌রোনার উপসর্গ নি‌য়ে প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু

Slider জাতীয়

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ ক‌রোনা ভাইরা‌সের উপসর্গ নি‌য়ে টাঙ্গাইলের সখীপুরে আবদুল মা‌লেক (৫০) না‌মের এক প্রবাস ফেরত ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সা‌ড়ে আটটায় তি‌নি মারা গিয়েছেন। নিহত মালেক সখীপুর উপজেলার গজা‌রিয়া গ্রা‌মের মৃত. জা‌বেদ আ‌লির ছে‌লে। গতকাল রা‌তেই মা‌লেকসহ প‌রিবা‌রের পাঁচ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে আইই‌ডি‌সিআ‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বেশ কিছুদিন আগে মালেক তার পীর সাহেবের দরবার শরীফ মানিকগঞ্জে গিয়েছিলেন। আর সেখান থেকে বাড়ি আসার পর থেকে ঠান্ডা, জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।

আর এ ব্যাপারে উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানিয়েছেন, “ক‌রোনা উপসর্গ জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নি‌য়ে আবদুল মা‌লে‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। নিহত মা‌লেকসহ প‌রিবা‌রের পাঁচ জ‌নের নমুনা সংগ্রহ ক‌রে আইই‌ডি‌সিআ‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আর এক বা দুই দিনের মধ্যে ফলাফল পেলে বুঝা যাবে তিনি বা তার পরিবার করোনায় আক্রান্ত কি না।”

সখীপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আসমাউল হুসনা লিজা জানিয়েছেন, “মা‌লে‌কের প‌রিবা‌রের সদস্য‌দের বা‌ড়ি‌তেই আই‌সো‌লেশ‌নে রাখা হ‌য়ে‌ছে। আর আশপাশের বা‌ড়িগু‌লো লকডাউন তার লাশের দাফন পা‌রিবা‌রিকভা‌বে নয়, ইসলামী ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে করা হ‌বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *