টাঙ্গাইলে অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Slider গ্রাম বাংলা


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ প্রানঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মানবিক সহায়তা হিসেবে বিএনপির পক্ষ থেকে ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের ব্যক্তিগত উদ্যোগে ‘পবিত্র মাহে রমজান’ উপলক্ষে টাঙ্গাইলের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

আর এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরে ১০নং ওয়ার্ড কাজিপুর এলাকায় ১৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল পৌর শহরে ১০নং ওয়ার্ড কাজিপুর এলাকায় সামাজিক দূরত্ব মেনে ১৫০ নারী-পুরুষকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর এতে প্রত্যেককে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেওয়া হয়েছে। এতে প্রতি প্যাকেটে ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ছিল।

আর এ বিষয়ে ফরহাদ ইকবাল জানিয়েছেন, “জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। এতে সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।”

তিনি আরও বলেছেন,”জনগনকে ভালো রাখতে এবং এই অবস্থা থেকে যতদিন মুক্তি না মেলে, ততদিন মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিবো এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

এসব খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমন, যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা শাহজাহান, শহীদুল ও ফিরোজাসহ অন্যান্য নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *