ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তিন দিন আগে করোনা পরীক্ষা করা হলে সোমবার সন্ধ্যার ফলাফল পজিটিভ এসেছে বলে তাকে জানানো হয়েছে।
সোমবার রাতে বাচ্চু মিয়া নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ মে ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। সোমবার সন্ধ্যার পরে রিপোর্ট দিয়েছে, পজিটিভ এসেছে।
এসময় তিনি তার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং সকল মানুষ যেন সুস্থ থাকে সবাইকে দোয়া করতে বলেছেন।