সিলেট প্রতিনিধি :: সাদা মনের মানুষ খ্যাত গোলাপগঞ্জের বর্ষীয়ান মুরুব্বী, শাহজালাল উপশহর জ্বী ব্লকের বাসিন্ধা ও তরুন আলেমেদ্বীন সাংবাদিক হাফিজুল ইসলাম লস্কর-এর পিতা আলহাজ্জ মছব্বীর আলী লস্কর-এর জানাজার নামাজ শনিবার (০২ মে) রাত ১০-৩০ মিনিটে সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন মরহুম মছব্বীর আলী লস্কর-এর ছেলে হাফিজ মাওলানা হাফিজুল ইসলাম লস্কর। জানাজার নামাজ শেষে মরহুমকে তাহাদের পঞ্চায়েতী গোরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার (২ মে) বিকাল ৩-১০ মিনিটে শাহজালাল উপশহর জ্বী ব্লকের বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ১৯২৬ সালে গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী গোয়াসপুর এলাকায় জন্মগ্রহন করেন।
আলহাজ্জ মছব্বীর আলী লস্কর দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তিন মেয়ে ও আটঁ পুত্র সন্তানের জনক। পরোপকারী সাদা মনের মানুষ খ্যাত আলহাজ্জ মছব্বীর আলী লস্কর-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
গোলাপগঞ্জের বর্ষীয়ান মুরুব্বী আলহাজ্জ মছব্বীর আলী লস্কর-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- জামেয়া সিরামপুর মাদ্রাসার শায়খুল হাদিছ ক্বারী মাওলানা আব্দুস সালাম, জামেয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল আব্দুল মালিক চৌধুরী, শাহজালাল উপশহরের কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিম, সিলেট বার কাউন্সিলের আইনজীবী এড. মানিক আহমদ, জামেয়া দারুল উলুম সিলেটের শিক্ষা সচিব মাওলানা বেলাল আহমদ চোধুরী, মাদ্রাসাতুল হাসনাইনের শিক্ষা সচিব মাওলানা মাশহুদ আহমদ, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা সভাপতি রুহুল ইসলাম মিঠু, সাপ্তাহিক ইউনানী কন্ঠের সম্পাদক ও প্রকাশক ডা.আক্তার হোসেন, ব্যবসায়ী আব্দুল হাকিম, আমাদের কথা’র সম্পাদক ওয়াহিদুল রহমান টিপু বক্স,
ক্বারী মাওলানা আনিসুর রহমান, সামী জেনারেল ষ্টোর এর সত্ত্বাধিকারী ইকবাল আহমদ চৌধুরী, আল্লাহ ভরসা ইলেক্টিক এর সত্ত্বাধিকারী ও উপশহর তাবলীগ জামাতের আমীর শাব্বীর আহমদ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকম ও শাহজালাল উপশহর যুব কল্যান পরিষদের আহবায়ক মাওলানা রেজওয়ান আহমদ, মারকাযুল ক্বোরআন সিলেটের শিক্ষা-সচিব আব্দুল হাই আল হাদী, হাফিজ কবীর আহমদ জকীগঞ্জী, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ সুমন মিয়াঁ, সমকাল নিউজের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জাহেদুল ইসলাম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক রুবেল আহমদ, হলিবিডি টুয়েন্টিফোর ডটকমের কর্নাধার লন্ডন প্রবাসী সাংবাদিক আরাফাত হোসেন, মাওলানা ছদরুল আমীন চৌধুরী, তরুন সংগঠক রাজেল আহমদ, ইয়াসিন আহমদ প্রমুখ।
শোকবার্তায় তাহারা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ বলেন, মরহুম আলহাজ্জ মছব্বীর আলী লস্কর ছিলেন একজন পরোপকারী নিরহংকারী সাদা মনের মানুষ, এরকম সহজ সরল মানুষের বিদায়ে সমাজের অপুরনীয় ক্ষতি সাধিত হয়, যাহা সহজে পুরণযোগ্য নহে। আমরা তাহার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামীন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। (আমীন)।