ঢাকা: ফায়ার সার্ভিসের ৯ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন উপসহকারি পরিচালক রয়েছেন। অন্যারা হলেন ফায়ার ফাইটার, গাড়ি চালক ও বাবুর্চি। তাদের ৭ জন সদরঘাট ও ২ জন পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত।
আক্রান্ত উপ সহকারি পদমর্যাদার ওই কর্মকর্তাকে হোম কোয়ারেন্টিনে ও অপর ৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান বলেন, দায়িত্বপালন করতে গিয়েই তারা আক্রান্ত হয়েছেন বলে ধারনা করা হচ্ছে। পরীক্ষায় পজিটিভ রেজাল্ট আসার পরপরই তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সবার শারীরিক অবস্তা ভালো আছে। নিয়মিত তাদের খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজন হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।।