সিলেট:সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে দুই দিনে ৪ জন কয়েদি মুক্তি পেয়েছেন। করোনা ভাইরাসের কারনে সরকারের আদেশে কারাগারে থাকা বন্দি সংখ্যা কমাতে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে দুই জন পেয়েছে রোববার ও দুই জন শনিবার।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলসুপার আব্দুল জলিল জানিয়েছেন- ৩ থেকে ৬ মাসের কারাদন্ড প্রাপ্ত কয়েদি হওয়ার কারনে রোববার দুই জনকে মুক্তি দেওয়া হয়। আর ৬ মাস থেকে ১ বছরের কারাদন্ড প্রাপ্ত কয়েদি আসামি হওয়ার কারনে শনিবার দুই জনকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি জানান- মোট ৬ জনের মুক্তি আদেশ এলেও রোববার মাত্র দুই জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকী চারজনের অর্থদন্ড মওকুপ হয়নি। ফলে অর্থদন্ডের কারনে তারা কারাগারে রয়েছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা ৬২৭ জন বন্দিকে মুক্তি দেয়ার জন্য তালিকা পাঠানো হয়েছিল কিছু দিন আগে। এসব বন্দিকে মুক্তি দিতে একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় কারা কর্তৃপক্ষ। মন্ত্রণালয় পর্যায়ক্রমে মুক্তি দেয়া শুরু করেছে। প্রথম দফায় সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ৪ জন।