গাজীপুর: গাজীপুরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো:জাহাঙ্গীর সরকার কর্মীদের সঙ্গে নিয়ে ধান কেটে মারাই করে কৃষকের বাড়ীতে পৌছে দিয়েছেন।
আজ রোববার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদার চালা গ্রামে কৃষক জনৈক আক্তার হোসেনের ধান কেটে মরারাই করেন তিনি।
জানা গেছে, আক্তার হোসেন আড়াই বিঘা ধান ক্ষেত বর্গা করেন। টাকার অভাবে ও শ্রমিক সংকটে তিনি ধান কাটতে পারছেন না। এই নিয়ে হতাশায় ছিলেন আক্তার হোসেন।
সংবাদ পেয়ে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শে সহকর্মীদের সঙ্গে নিয়ে আজ শ্রীপুরে ওই কৃষকের ধান কেটে দেন। ধান কাটার পর মারাই করে বাড়িতে পৌঁছে দেন।
প্রসঙ্গত: গাজীপুরে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন বেশ কয়েকদিন ধরেই। তারা প্রথম ধান ক্ষেতে নামেন। এরপর অন্য রাজনৈতিক নেতা-কর্মীরা ধান কাটার কাজ শুরু করেন।