শারমিন সরকার
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস: শ্রীপুরে ডাকাতের সঙ্গে জনতার সংঘর্ষ হয়েছে। এতে সোহেল(২৫)নামে এক ডাকাত নিহত ও বাড়ির মালিক সহ কমপক্ষে ৫জন আহত হয়েছেন।
নিহত ডাকাতের পিতার নাম সামসুল হক। বাড়ি একই উপজেলার কাওরাইদ ইউনিয়নের আবদার গ্রামে।
আহত বাড়ির মালিকের দুই ছেলে মানিক ও সুব্রত গুরুতর অবস্থায় বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হসাতপাতালে চিকিৎসাধীন। অন্যরা বিভিন্ন হাসাপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার ভোররাত ৪টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনি গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে ডুমনি গ্রামের জনৈক ডাঃ রেবুতি মন্ডলের বাড়িতে ডাকাত উঠে। ডাকাতির সময় বাড়িরর লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে। এসময় ডাকাতরা পালিয়ে যেতে চাইলে জনতা ও ডাকাতদের মধ্যে সংঘর্ষ হয়। এতে এক ডাকাত নিহত ও ৫জনতা আহত হয়।
গ্রাম বাংলার শ্রীপুর ব্যুরো অফিসের প্রতিনিধি রাতুল মন্ডল জানান, নিহত ডাকাতের পরিবারের দাবি, ডুমনী গ্র্রামের জনৈক আবুল কালাম মোবাইল ফোনে ডেকে নিয়েছেন সোহেলকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা মোহসীনুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।