ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে বিজয়ীর বেশে ফিরেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। সুস্থ হওয়ার পরই পেয়েছেন সুখবর, এরই মধ্যে তিনি পুত্র সন্তানের বাবাও হয়েছেন। যোগ দিয়েছেন অফিসেও।
তবে করোনা থেকে কীভাবে সুস্থ হলেন তা নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, সুস্থ হতে তার লিটারের পর লিটার অক্সিজেন লেগেছে
বরিস জনসন বলেন, তার খুব কঠিন সময় গিয়েছে সুস্থ হওয়ার লড়াইয়ে।
“আমি মোটেও অস্বীকার করবোনা। এটা ছিল কঠিন একটা সময়,” বরিস জনসন এভাবেই বর্ণনা করেন মুহূর্তগুলো।
২৬ মার্চ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর তাকে হাসপাতহালে ভর্তি করা হয়।
দ্য সান পত্রিকাকে বরিস জনসন বলেন, “এটা আমার চিন্তার বাইরে যে এই কয়দিনের মাথায় আমি এতোটা ভেঙ্গে পড়বো।”
এখনও ব্রিটেনে মৃতের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত (রবিবার সকাল পৌনে ১০টা) দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮২ হাজার ২৬০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৩১ জনের। তবে এর মাঝেও একজন স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, ব্রিটেনে কোভিড-১৯ সংক্রান্ত রোগে হাসপাতালে ভর্তির হার ১৩ শতাংশ কমেছে। সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডওমিটার