সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ায় একটি ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এই অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রেণে এনেছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানিয়েছেন, ” টাঙ্গাইল পৌর শহরের প্যারাডাইস পাড়ায় রোকেয়া আক্তারের ৫ তলা ভবনের ২য় তলার বেড রুমে আগুন লাগে। আর খবর পেয়েই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু আগুনে ঘরের আসবাবপত্র পুরে গেছে।”
এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, “বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। এতে ভবনের লোকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। আর এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি।”
উল্লেখ্য যে, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে ভবনের অনেক ফ্লাট আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।