ঢাকা: নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল পোর্টে। গতকাল রাত ২টার দিকে বিজিবি তাকে উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন যশোর বেনাপোল পোর্ট থানার দায়িত্বরত ডিউটি অফিসার সানাউল্লাহ মিয়া।
তিনি বলেন , আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বেনাপোল পোর্ট এলাকা থেকে বিজিবি উদ্ধার করে , সকাল বেলায় হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ফটোসাংবাদিক কাজল গত ( ১০ মার্চ) তার ‘দৈনিক পক্ষকাল’ পত্রিকা অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে।নিখোঁজ হওয়ার প্রায় এক মাস ২০ দিন নিখোঁজ থাকার পর তার খোঁজ পাওয়া গেলো।
জানাগেছে, পরিবারের সাথে তার কথা হয়েছে। তারা এখন কাজলকে আনতে যশোরে যাচ্ছেন।
উল্লেখ্য , মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার দুইদিন পরেই তিনি নিখোঁজ হন।তিনি নিজেকে আধ্যাত্মিক পুরুষ ‘কাজল ফকির’ পরিচয়ে ফেসবুকে লেখালেখি করতেন তিনি।।