সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার নাগরপুরে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত যুবকের নাম শহীদুল ইসলাম (২৯)। তিনি নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের সেকান্দার আলীর ছেলে।
এছাড়াও পূর্বে আক্রান্ত ২ যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে বাড়ি ফেরা ২ যুবক হচ্ছেন: নাগরপুর উপজেলার পানান গ্রামের মোহাম্মদ আলী এবং খাগুরিয়া গ্রামের লিটন। আজকে বৃহস্পতিবার (৩০ ই এপ্রিল) বিকালে শনাক্ত হওয়া করোনা আক্রান্ত যুবককে তার বাড়িতে আলাদা করে এক ঘরে রেখে আশপাশের ১০ বাড়ি লকডাউন করেছেন নাগরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান জানিয়েছেন,”ঢাকায় দৈনিক যুগান্তর পত্রিকা অফিসে ইলেকট্রেশিয়ান পদে কর্মরত শহীদুলের জ্বর, সর্দির উপসর্গ দেখা দিয়েছিল। তারপর সে গত শনিবার (২৫ এপ্রিল) ঢাকার কুর্মিটোলায় গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়ে বাড়ি চলে আসেন। এরপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আমাকে আইইডিসিআর থেকে ফোন করে শহীদুলের করোনা পজেটিভের বিষয় জানানো হয়েছে। এরপরে আমি শহীদুলের ফোন নাম্বার যোগাড় করে তার সাথে যোগাযোগ করেছি। আর বিষয়টি নাগরপুর উপজেলা প্রশাসনকে জানালে তারা ওই এলাকার ১০ বাড়ি লকডাউন করে দিয়েছেন। আগামীকাল তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।”