গাজীপুর: করোনা পরিস্থিতির মধ্যে মানবিক জীবন যাপন করা কেজি স্কুলের শিক্ষকদের কথা ভেবে উপহার সামগ্রী দিয়েছেন জিসিসির মেয়র আলহাজ এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আজ বৃহসপতিবার গাজীপুর কেজি স্কুল এসোসিয়েশনের জন্য ৩হাজার প্যাকেট উপহার সামগ্রী দেওয়া হবে বলে ঘোষনা দেন মেয়র জাহাঙ্গীর আলম।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে মেয়র জানতে পারেন, স্কুল বন্ধ থাকায় গাজীপুরে প্রায় দেড় হাজার কেজি স্কুলের শিক্ষক মানবেতর জীবন যাপন করছেন। তারা আত্মমর্যাদার কারণে কোথাও যেতে পারছেন না বা কারো কাছে কিছু চাইতে পারছেন না। স্কুল এবং প্রাইভেট কোচিং বন্ধ থাকায় বিরাট অংকের শিক্ষকেরা বেকায় হয়ে যান। তারা নিয়মিত খাবার সামগ্রী সংগ্রহ ও বাসা ভাড়াও দিতে হিমশিম খাচ্ছেন। এমনকি একটি স্কুলের মাঠে সব্জির চাষ করার খবরও বিভিন্ন মাধ্যমে পেয়েছেন জিসিসির মেয়র জাহাঙ্গীর আলম।
এই অবস্থায় তিনি আজ স্কুল শিক্ষকদের সংগঠনকে তিন হাজার প্যাকেট উপহার সামগ্রী দেয়ার ঘোষনা দিলেন।