কামরান হাবিব, রংপুর প্রতিনিধি : আজ ঐতিহাসিক ৩০ শে এপ্রিল, ১৯৩৫ সালের এইদিনে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা গ্রামে পাটগ্রামের এই মহান ব্যক্তি মরহুম আবেদ আলী জন্ম হয়। মায়ের নাম আফছোন নেছা এবং তার পিতার নাম বছির উদ্দিন। তিনি সকলের কাছে মাটিয়া ধনী নামে পরিচিত ছিলেন। ভাইদের মধ্যে বড় এবং ১০ জন সন্তানের মধ্যে তৃতীয় এই স্মরণীয় ব্যক্তিটি হলেন ‘আবিদ আলী’।
তিনি পাটগ্রাম আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সময় মুক্তাঞ্চল পাটগ্রামের রূপকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার পরিচালনার প্রথম উদ্যোক্তা আমাদের এই বরণীয় প্রাক্তন এমপি মরহুম আবিদ আলী। বঙ্গবন্ধুর সহচর এই নির্লোভ রাজনীতিবিদ প্রয়াত হওয়ার দিন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আজ তার ৮৫ তম জন্মদিন।তার জন্মদিনকে গণমানুষের ভালবাসার কাছে তুলে ধরতে পাটগ্রামের আলোকিত মেধাবী ব্যক্তিত্ব সকলের প্রিয়মুখ মোঃ সায়েদুল ইসলাম মিঠুর নেতৃত্বে করোনা সংক্রমন প্রতিরোধে অসহায় মানুষের শেষ ভরসার ঠিকানা সেবামুলক সামাজিক সংগঠন “তৃতীয় যুদ্ধ” মরহুম আবেদ আলী স্মরণে আজ প্রায় ৫ শতাধিক ক্ষুধার্ত মানুষের মাঝে খিচুড়ি বিতরন করেন। এবিষয়ে মো: সায়েদুল ইসলাম মিঠু বলেন মরহুম আবেদ আলী শুধু একটি নাম নয় তিনি একটি আদর্শ প্রতিষ্ঠান। তার জীবন বাস্তবতা ছিলো একটা ইতিহাস। তিনি ছিলেন অতুলনীয় সাহসী বীর, মানব সেবায় ছিলো তার স্বরনীয় দৃষ্টান্ত। তার অভাব কখনও পূরন হবার নয়। তার অসমাপ্ত জীবনী আমাদের সকলের অনুসরণ করাটা জরুরি। তার কৃতকার্য নিয়ে আলোচনার শেষ নেই আমি তার বিদায়ী আত্না মাগফেরাত কামনা করে সকলকে তার আদর্শে অনুসারী হয়ে জীবন বাস্তবতায় জাগ্রত হওয়ার আহবান করছি। সেই সাথে “তৃতীয় যুদ্ধ” এর সাথে যুক্ত সকলের দীর্ঘ জীবন ও মঙ্গল কামনা করছি। তার স্মৃতিময় জন্মদিনে অসংখ্য মানুষ মরহুম আবেদ আলী এমপির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।