শেরপুর প্রতিনিধি : লন্ডনে অবস্থানরত বিএনপির উপদেষ্টা ও লবিস্ট জাহিদ এফ সর্দার সাদীকে ছিনতাইকারী, চোর, বদমাশ, জালিয়াত উল্লেখ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘২৮ মামলার দাগী আসামি, ছয় মামলায় জেল খাটা সেই সাদী হচ্ছে তারেকের উপদেষ্টা (প্রকৃতপক্ষে বিএনপির উপদেষ্টা ও লবিস্ট)। যেমন লাউ তেমন দরবেশ। তাকে দিয়ে তারেক আমেরিকার ছয় কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করায়। সেই ভুয়া বিবৃতি ৪-৫ দিন প্রচারের পর ধরা পড়ে গিয়ে এখন খালেদা জিয়া বহিষ্কারের নাটক সাজিয়েছেন।’
শেরপুরের নকলা উপজেলায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মতিয়া বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশ চাননি। মুক্তিযুদ্ধের সময় স্বামী জিয়াউর রহমানের আহ্বান উপেক্ষা করে তিনি পাকিস্তানী জেনারেল জানজুয়ারের তত্ত্বাবধানে ছিলেন। কাজেই বাংলাদেশের ক্ষতি হলে তার কিছু আসে যায় না।’
তিনি বলেন, ‘ছেলেকে সন্ত্রাসী বানিয়ে ধ্বংসের রানী সেজে দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে তিনি এখন জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।’
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মজলুমের নেতা হিসেবে অভিহিত করে তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ দিন কৃষিমন্ত্রী উপজেলার গণপদ্দী, বানেশ্বর্দী চন্দ্রকোণা, চর অষ্টাধর পাঠাকাটা ও টালকী ইউনিয়নের ৩০টি বেসরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও নবম শ্রেণীর মেধাবী ২০ জন করে শিক্ষার্থীকে তার ব্যক্তিগত তহবিল থেকে একটি করে কম্বল ও সোয়েটার প্রদান করেন।
এ সময় শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মো. মেহেদুল করিম, নকলার ইউএনও আবুল কালাম আজাদ, শেরপুর খামার বাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ ড. আব্দুস সালাম ও উপজেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
\