সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ভ্রাম্যমান আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে জুয়েল নামের একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজসংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে অভিযান চালানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম গতকাল (২৮ ই এপ্রিল) মঙ্গলবার রাতে এ জরিমানা আদায় করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজসংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি অসাধু চক্র মহল। আর একইসঙ্গে অবৈধভাবে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিলেন তার। এই বিষয়টি জানতে পেরে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার সেখানে অভিযান চালিয়েছেন। আর এসময় ওই ঘাটে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে এবং এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আতিকুল ইসলাম জানিয়েছেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”