গাজীপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে। গাজীপুর সদর উপজেলার বেশ কয়েকটি পরিবারের মাঝেত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল মঙ্গলবার ভাওয়ালগড় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হতদ‌রিদ্র জন‌গোষ্ঠীর অগ্রা‌ধিকার তা‌লিকা অনুযায়ী ভাওয়ালপুর আদর্শগ্রামের ৩৩টি অসহায় প‌রিবার‌কে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁ‌ছে দেন আব্দুল্লাহ আল জাকি, উপজেলা নির্বাহী অফিসার, সদর, গাজীপুর। এরপর মির্জাপুর ইউ‌নিয়‌নের ৮নং ওয়া‌র্ডে বসবাসকারী ৭টি হ‌রিজন প‌রিবার‌কে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকা‌লে উপ‌জেলা চেয়ারম্যান, পিআইও, ইউ‌নিয়ন চেয়ারম্যান, মেম্বারগণ উপ‌স্থিত ছি‌লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *