ঢাকা: জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ৮ চিকিৎসকসহ ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালে কর্মরতদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক ও নার্সকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে আট জন চিকিৎসক, ১৬ জন নার্স, দুই জন ওয়ার্ড মাস্টার ও হাসপাতালের চার কর্মী রয়েছেন।
হাসপাতালের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ওই সূত্র বলছে, হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত এ হাসপাতালে সাম্প্রতিক সময়ে চিকিৎসা নেয়া প্রায় ১০ জন রোগীর করোনা শনাক্ত হয়। তাদের কাছ থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।