সরকার দিচ্ছে লকডাউন
যাতে করোনা না ছড়ায় দেশে
তবু্ও করোনা ধেয়েই চলেছে ধাপে ধাপে।
পুলিশ দিচ্ছে শোডাউন
বন্ধ যেন হয় দোকানপাট
আর গোডাউন।
তবু্ও গাইবি আওয়াজে
দোকানের শাটার করছে আপ-ডাউন।
অনেকে না খেয়ে থাকছে
নেই তাদের হুশগুন
অসাধু ব্যবসায়ীরা করছে
দ্রব্যমূল্য দ্বিগুণ।
নেতারা ভরছে গোডাউন
গরিবরা পাচ্ছে না কোনো চাউল,
তাই ক্ষুধার জ্বালায় মানছে না
তারা কোনো আইন কানুন।
প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শত শত জনগন
তবুও মানুষ হচ্ছে না কোনো সচেতন।
ফলে প্রতিদিন মারা যাচ্ছে কয়েক জন।
লেখক: (এস.এস.সি পরীক্ষার্থী ২০২০, আউশনারা উচ্চ বিদ্যালয়)