গাজীপুর: গাজীপুর জেলায় করেনা ভাইরাস সংক্রমন পরীক্ষার জন্য জেলা ও সকল উপজেলায় একটি করে বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলা। আর এই সকল বুথের অর্থায়ন করছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুর সদর উপজেলাকে জেলার সঙ্গে সংযুক্ত করে পরীক্ষার জন্য নির্বাচন করায় জেলায় ১টি ও সদর ব্যতিত সকল উপজেলায় ১টি করে বুথ স্থাপন শুরু হবে।
গাজীপুর জেলা প্রশাসকের ফেসবুক পেজে এই সংক্রান্ত একটি পোষ্ট দেয়া হয়েছে।
পোষ্টে বলা হয়, জেলা প্রশাসন, গাজীপুর এর পরিকল্পনা ও অর্থায়নে শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (শ্রীপুর, কালিয়াকৈর, কালীগঞ্জ ও কাপাসিয়া)-এ একটি করে করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার বুথ স্থাপন করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত: করোনার আক্রমনের শুরুতে গাজীপুরবাসীর দাবী ছিল করোনা পরীক্ষার ব্যবস্থা করা। কিন্তু দীর্ঘ সময়েও এই দাবী পূরণ হয়নি। আজ সে দাবী পূরণ হয়েছে। ফলে এখন থেকে আর করোনা ভাইরাস পরীক্ষর জন্য সময় ক্ষেপন করতে হবে না।