সিলেট: সিলেটে আরো ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর ওই ১৩ রোগীর করোনা রিপোর্ট পজেটিভ আসে। এ নিয়ে সিলেটে করোনা রোগীর সংখ্যা ১০০ তে পৌছালো।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন- সোমবার বিকেলে ১৮০ জন রোগীর নমুনা পরীক্ষার জন্য ল্যাবে দেওয়া হয়। রাত ১০ টার দিকে যে রিপোর্ট এসেছে তাতে ১৩ জনের পজেটিভ পাওয়া গেছে। অর্থ্যাৎ ১৩ জন করোনা আক্রান্ত। আর বাকী ১৬৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তিনি জানান- আক্রান্তদের মধ্যে সবাই সিলেট ও সুনামগঞ্জের। মৌলভীবাজার ও হবিগঞ্জে নতুন করে কোনো আক্রান্ত পাওয়া যায়নি।