সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় নতুন করে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত দুইজনের বাড়ি মির্জাপুর উপজেলায়। আর এ নিয়ে টাঙ্গাইল জেলায় ২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গত সোমবার (২৭ ই এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, “সোমবার ৫০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। এগুলোর মধ্যে মির্জাপুরের দুজনের ফলাফল পজিটিভ এসেছে। আর এ ব্যাপারে বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।”
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। আর এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ৫৯১৩ জন। এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। আর এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫২ জনে।
উল্লেখ্য যে, মোট ৩ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করে এই সংখ্যা পাওয়া যায়। এতে মোট ৪ হাজার ১৯২টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এছাড়াও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৯ জন। আর এ নিয়ে মোট ১৩১ জন সুস্থ্য হয়েছেন।