হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (১৫ বিজিবির) বিদ্যানন্দন ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লকডাউন পরিস্থিতির কারণে সীমান্তবর্তী এলাকার কর্মহীন লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দইখাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ বিজিবির দইখাওয়া কোম্পানি কমান্ডার সোবেদার মিরাজ সামাজিক দূরত্ব বজায় রেখে ২৫০ জনের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় গোতামারী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. নূরল হক, সাংবাদিক আসাদুজ্জামান সাজুসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে ছিল চাল ৬ কেজি, ডাল ১ কেজি, তেল ৫০০ মিলি, আটা ২ কেজি, সুজি ১ প্যাকেট, লবণ ১ প্যাকেট এবং বিস্কুট ১ প্যাকেট।