সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় রমজান মাসে নিত্যপণ্যের দাম বেশি রাখার দায়ে ১৬ জন সবজি এবং মুদি দোকানদারকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে মোট ৮ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
একইসাথে টাঙ্গাইলের ছয়আনী বাজারে ৮ টি দোকানে মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেছেন।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানিয়েছেন, “রমজান মাসের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দাম বেশি রাখা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়েছে। আর এসময় শসা এক কেজি ৫০ টাকা, পটল এক কেজি ৬০টাকা, ফুলকপি ৭০ টাকা, বেগুন ৫০, পেঁয়াজ ৫৫ ও আলু ৩০ টাকা কেজি বিক্রি হয়েছে। বাজার দরের চেয়ে নিত্যপণের দাম বেশি রাখার দায়ে ১৬ জনকে ৪৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।”
উল্লেখ্য যে, এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।