গাজীপুর: সবশেষ খবরে গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ মোট ৩২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন করে ১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এলাকার শীর্ষে গাজীপুর সদর। সদেরর মধ্যে গাজীপুর মহানগর ও সদর উপজেলা। দ্বিতীয় স্থানে কালিগঞ্জ।
সোমবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক গ্রুপ থেকে এ তথ্য জানা যায়।
ওই পোষ্টে বলা হয়, গত ২৫ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১৩ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন। নতুন ১জন যুক্ত হওয়ায় কালিগঞ্জে মোট আক্রান্ত ৯০জন হল।
এর আগে আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৯০ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০ জন এবং শ্রীপুর উপজেলায় ২২ জনের করোনা পজিটিভ হয়েছিল বলে জানানো হয়।
এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২২৯৮ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ১৭৫ জনের। এ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।