নারায়ণগঞ্জ প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে হোসনে আরা খাতুন (৫৯) নামে এক নারীনেত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে করোনা রোগীদের জন্য প্রস্তুত করা বিশেষায়িত হাসপাতাল সাজেদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রোববার সকালেনগরের মাসদাইর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়।
চারদিন যাবৎ তিনি সাজেদা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি নগরের আমলাপাড়া আজমেরী মঞ্জিলে পরিবার নিয়ে থাকতেন। তার স্বামীর নাম হাসান রেজা।
হোসনে আরা খাতুন জাতীয় মহিলা সমিতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি এবং মহিলা পরিষদ জেলা কমিটির সদস্য ছিলেন। এছাড়া তিনি জেলা ক্রীড়া সংস্থা, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।
হোসনে আরা খাতুনের বড় ছেলে প্রীতম বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২২ এপ্রিল মাকে সিদ্ধিরগঞ্জের সাজেদা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
হোসনে আরা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহিলা পরিষদ জেলা কমিটির নেতারা।