সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় আজকে রবিবার (২৬ ই এপ্রিল) নতুন করে আরো ৯০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর এ নিয়ে টাঙ্গাইল থেকে ঢাকায় পাঠানো এক হাজার ২৩৯ জনের নমুনার মধ্যে ফলাফল এসেছে এক হাজার ১৪৯ জনের। তবে, এরই মধ্যে টাঙ্গাইল জেলায় করোনা পজেটিভ ১৮ জন এবং মৃত্যু হয়েছে একজনের। কিন্তু, ঢাকার হিসেবে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ২১।
আজকে রবিবার (২৬ ই এপ্রিল) পর্যন্ত টাঙ্গাইলে হোম কোয়ারেন্টাইনে আছেন এক হাজার ৩৭১ জন। মাত্র একজন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।
উল্লেখ্য যে, টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে,”টাঙ্গাইলে আক্রান্তদের মধ্যে ভূঞাপুরে পাঁচজন, সখীপুরে পাঁচজন, নাগরপুরে চারজন, মির্জাপুরে একজন, ঘাটাইলে একজন, মধুপুরে একজন ও গোপালপুরে একজন।”