ঢাকা :বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অফরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ জানুয়ারি।
আজ বৃহস্পতিবার মামলার শুনানি শেষে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার এ নির্দেশ দেন।
এর আগে সকালে মামলার শুনানি মুলতবি চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করে সাক্ষ্য গ্রহণের নির্দেশ দেন আদালত।
বিএনপি চেয়ারপারসন আজ আদালতে উপস্থিত হননি।
তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতকে জানান, দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল থাকায় এবং পুলিশ খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় তিনি আদালতে উপস্থিত হতে পরেননি। এজন্য তিনি খালেদা জিয়ার আদালতে উপস্থিত হতে আদালতের কাছে সময় প্রার্থনা করেন।
আদালত সময় মঞ্জুর করে স্যাগ্রহণ শুরুর নির্দেশ দেন।
বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে গত ৭ জানুয়ারি এ মামলায় স্যাগ্রহণ শুরু হয়।