ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠলেই যে কেউ সম্পূর্ণ সুরক্ষিত, দ্বিতীয়বার ভাইরাস একই শরীরে থাবা বসাবে না- এমন নিশ্চয়তা দিতে পারল না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এখনও পর্যন্ত এমন কোন প্রমাণ আমরা হাতে পাইনি যার জোরে বলা যায় নোভেল করোনাভাইরাস ফিরে আক্রমণ করে না। তাই কোভিড-১৯ রোগী একবার সেরে উঠলেই যে নিরাপদ, অ্যান্টিবডি সুরক্ষিত, দ্বিতীয়বার সংক্রমণ হবে না- এ কথা বলার মতো জায়গায় আমরা আসিনি। আরও পরীক্ষা-নিরীক্ষার পরেই অ্যান্টিবডিকে ‘ঝুঁকিমুক্ত’র প্রশংসাপত্র দেওয়া যাবে।
ইতিমধ্যে দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশই জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাস অদ্ভূত আচরণ করছে। সেরা ওঠা রোগী কয়েক দিনের মধ্যে ফের পজিটিভ হচ্ছে।
উল্লেখ্য, এরই মধ্যে গোটা বিশ্বে করোনায় মৃত্যু ২ লক্ষ ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ২৯ লাখের বেশি।