করোনায় মৃত্যু দুই লাখ ছাড়ল, গত ২ সপ্তাহেই ১ লাখ

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


ডেস্ক: গত দুই সপ্তাহে ১ লাখ মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। বিশ্বব্যাপি করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে ২ লাখ। মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ লাখ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮ লাখ ২৪ হাজার ৯০৪ জন।

৩ এপ্রিল পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছিলো ৫০ হাজার লোকের। ১১ এপ্রিল এর সংখ্যা ছিলো ১ লাখ। ১৭ এপ্রিল মৃতের সংখ্যা বেড়ে দেড় লাখ ছাড়িয়ে যায়। এক সপ্তাহ পর আজ মৃত্যুর সংখ্যা ছাড়াল ২ লাখ।
মৃত্যুর এই পরিসংখ্যানই জানান দিচ্ছে করোনাভাইরাসের পরিস্থিতি দিনের পর দিন কতটা ভয়াবহ আকার ধারণ করেছে।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত ১০ লাখ ছুঁই ছুঁই (৯ লাখ ৪৫ হাজার ২৪৯জন)। মৃত্যু ৫৩ হাজার ২৪৩ জন। মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৯৫ হাজার ৩৫১ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮৪ জনের।

মৃতের দিক থেকে তৃতীয় অবস্থানে স্পেন। ২ লাখ ২৩ হাজার ৭৫৯ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ২২ হাজার ৯০২ জনের। ফ্রান্সে মৃত্যু হয়েছে ২২ হাজার ৬১৪ জনের। আক্রান্ত ১ লাখ ৬১ হাজার ৪৮৮। জার্মানিতে আক্রান্ত বেশি, মৃত্যু কম। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪১৮। মৃত্যু হয়েছে ৫ হাজার ৮০৫ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *