সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য স্থিতিশীল রাখতে ঘাটাইল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
আজকে শনিবার (২৫ ই এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট অঞ্জন কুমার সরকার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার জানিয়েছেন,”মাহে রমজান উপলক্ষে আদা, তেল, পিয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধির কারনে এবং নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ঘাটাইল বাজার মনিটরিং এর সময় দোকানে মূল্য তালিকা না ঝুলানো ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রাথার দায়ে ছয় জন ব্যাবসায়ীকে ৭ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।”
উল্লেখ্য যে, পবিত্র মাহে রমজান ও দুর্যোগকালীন সময়ে বাজার দর স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।