রাতুল মন্ডল শ্রীপুর: মা তিন সন্তান চিরনিদ্রায় শায়িত হলেও আজও তাদের শখের জামা-কাপড় ঝুলছে দোতলা বাড়ির বেলকুনিতে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের প্রবাসী কাজলের স্ত্রী স্মৃতি ফাতেমা, বড় মেয়ে সবরিনা সুলতানা নূরা, মেজো মেয়ে হাওরিন হাওয়া, ও একমাত্র প্রতিবন্ধী ছেলে ফাদিলকে একদল হায়েনা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নির্মম ভাবে গলাকেটে হত্যা করে। আলোচিত হত্যার ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও আজও তাদের শখের জামা-কাপড় ঝুলছে তাদের দোতলা বাড়ির বেলকুনির গ্রিলে।
প্রবাসী কাজলের স্ত্রী স্মৃতি ফাতেমা, বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা, মেজো মেয়ে হাওরিন হাওয়া ও একমাত্র ছেলে ফাদিলের গলাকাটা লাশ গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহাম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকল আইনী প্রক্রিয়া শেষ করে গতকাল রাতে প্রবাসী কাজলের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে স্বজনরা।
প্রবাসী কাজলে চাচাতো ভাই মোজাম্মেল হক জানান, সন্ধ্যা দিকে অ্যাম্বুলেন্স যুগে একে একে চারটি মরদেহ বাড়ির উঠানে আসে। বাদ এশার নামাজের পর স্থানীয় মসজিদের ইমাম মোকলেছুর রহমানের ইমামতীতে জানাযা শেষ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। স্থানীয় সূত্রে জানাযায়, বাড়িতে লাশ গুলো আসার সাথে সাথে এলাকায় জোরে শোকের ছায়া নেমে আসে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, এখন পযন্ত হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। হত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ রাতদিন কাজ করছে।