গাজীপুর: গাজীপুরে করোনা মহামারী প্রতিরোধে ঘরবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে সকল মানুষ ও সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংঙ্গ ও সহযোগী সংগঠন কেন্দ্রিয় নির্দেশে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তেমনি মানুষের ঘরে ঘরে যাচ্ছেন গাজীপুর জেলা বিএনপি ও যুবদল সহ সকল ইউনিটের নেতৃবৃন্ধ। গাজীপুর জেলা বিএপির আহবায়ক জনাব এ কে এম ফজলুল হক মিলনের নির্দেশে গাজীপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মাসুদ রানার তত্বাবধাানে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
নেতৃবৃন্ধের পক্ষে গাজীপুর জেলা যুবদলের সহ দফতর সম্পাদক এড: মোঃ আল- আমিন হোসেনের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাড়ীয়া ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়া সাধারন সম্পাদক মোঃ শাজাহান মোড়ল, সাবেক সাধারন সম্পাদক মোঃ সুরুজ মাষ্টার, সিরাজ মোল্লা, নাহিদ,রাকিব প্রমুখ।